এরিয়া বিজনেস কোঅর্ডিনেটর (ডিজিটাল প্ল্যাটফর্ম) ABCD- G100 প্রজেক্ট
১০০ জন (প্রতিটি প্রতিষ্ঠান থেকে: শাহজালাল, জাহাঙ্গীরনগর, রাজশাহী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের অগ্রাধিকার দেওয়া হবে)
চট্টগ্রাম-১০০, রাজশাহী-১০০, ঢাকা-১০০, সিলেট-১০০ (সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়)
আমাদের পরিকল্পনা এবং পলিসি অনুযায়ী Ascetic Developers Bangladesh আমরা G-100 প্রকল্পের জন্য ১০০ সদস্যের একটি দল নিয়োগ করতে যাচ্ছি, যারা আমাদের সার্বিক যোগাযোগ, বিক্রয়/বিক্রি, মার্কেটিং এবং Ascetic IT, Kokho.com, a2zs.online, Prantikbd NGO, Ascetic Developer এবং আসন্ন প্রকল্পগুলির জন্য সার্বিক ডিজিটাল যোগাযোগের মাধ্যমে কাজ করবে; সকল সদস্য ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ভার্চুয়ালি এবং সরাসরি দিক নিদর্শনা অনুযায়ী কাজ করবেন, যার মাধ্যমে তারা আমাদের প্রতিষ্ঠানকে আগামী দিনে নতুন উচ্চতায় পৌঁছাতে সহায়ক ভূমিকা পালন করবে।।
নতুন গ্রাহকদের সাথে অ্যাপয়েন্টমেন্ট গ্রহণ/মিটিং আয়োজন করা।
বিদ্যমান গ্রাহক/নতুন ক্লায়েন্টদের সাথে বিক্রয়/বিক্রি বাড়ানোর জন্য ব্যক্তিগত, টেলিফোনিক অথবা ডিজিটাল মাধ্যমে যোগাযোগ রাখা।
Give input to Sales and Marketing team; for developing strategies, managing campaigns, generating leads, building customer relationships, analyzing market trends, যাতে কোম্পানির বিক্রয় লক্ষ্য অর্জিত হয়।
উদ্যোক্তাদের /ক্লাইন্ট সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করে পার্টনারশিপ এবং সহযোগিতা সম্ভাবনা সুযোগ তৈরি করা।
উদ্যোক্তাদের আকর্ষণ করার জন্য কনটেন্ট (সোশ্যাল মিডিয়া পোস্ট করা) তৈরি করা এবং কোম্পানিকে একটি বিশ্বস্ত অংশীদার হিসেবে প্রতিষ্ঠিত করা।
সফল উদ্যোক্তাদের সফলতার গল্প, কেস স্টাডি এবং সাক্ষাৎকার শেয়ার করে নতুন উদ্যোক্তাদের প্রেরণা দেওয়া।
উদ্যোক্তাদের /ক্লাইন্টদের জন্য আকর্ষণীয় ভিডিও, গ্রাফিক্স এবং অন্যান্য বিষয়বস্ত তৈরি করা।
উদ্যোক্তাদের/ক্লাইন্টদের জন্য একটি অনলাইন কমিউনিটি তৈরি করা, ভার্চুয়াল ইভেন্ট, আলোচনা এবং ওয়েবিনার আয়োজন করা।
সোশ্যাল মিডিয়াতে উদ্যোক্তাদের /ক্লাইন্টদে্র সাথে যুক্ত থাকা এবং ধারাবাহিক যোগাযোগ বজায় রাখা।
উদ্যোক্তাদের/ক্লাইন্টদের ব্র্যান্ডের সাথে সংযুক্ত রাখতে ইমেল মার্কেটিং কৌশল তৈরি করা।
সমস্ত যোগাযোগ নিশ্চিত করা যাতে তা সংস্থার লক্ষ্য এবং ব্র্যান্ড মেসেজিং এর সাথে সামঞ্জস্যপূর্ণ থাকে।
কর্মস্থল: শুধুমাত্র ভার্চুয়াল
চাকরির ধরন: একাডেমিক বছরের জন্য স্থায়ী পদ
অফিস লোকেশন: পিরেরবাগ,মিরপুর, ঢাকা
যোগ্যতা়:
বিএ/বিএসসি অথবা ১ম বছর থেকে মাস্টার্স পর্যন্ত শিক্ষার্থী।
মেয়েরা, প্রাক্তন শিক্ষার্থী, বিবাহিত মহিলাদের অগ্রাধিকার দেওয়া হবে।
ন্যূনতম বয়স ১৮ বছর বা তার বেশি।
অনলাইন ব্যবসা /সংগঠনে সম্পর্কে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
বিভিন্ন মাধ্যমে যোগাযোগের ভালো দক্ষতা থাকতে হবে, অভিযোগ মোকাবিলা, এবং গ্রাহকের সমস্যা মোকাবেলার দক্ষতা থাকতে হবে।
ব্যবসার সুযোগ তৈরী এবং প্রতিযোগিতামূলক কার্যক্রম সম্পর্কে ধারণা।
দল গঠন ক্ষমতা, দল পরিচালনা ক্ষমতা।
ইন্টারনেট ব্যবহারের দক্ষতা
সুবিধাসমূহ:
যাতায়াত ভাতা, মোবাইল বিল (শুধুমাত্র স্থায়ী কর্মীদের জন্য)।
প্রতিষ্ঠানের পক্ষ থেকে লাঞ্চ (শুধুমাত্র স্থায়ী কর্মীদের জন্য)।
কাজ শেষে সনদ প্রদান।
অ্যামাজন অ্যাসোসিয়েট এবং আলিএক্সপ্রেস কাজের স্বীকৃতি।
অসাধারণ অর্জনের জন্য স্বীকৃতি পুরস্কার (প্রতিমাসে বেতন অনুসারে % বৃদ্ধি)।
ক্লাস্টার লিডার বা টিম লিডার হিসাবে অতিরিক্ত আয়ের সুযোগ
বেতন: বিক্রয়/বিক্রি থেকে % + অন্যান্য সুবিধা দলের উপর ভিত্তি করে।
আবেদন প্রক্রিয়া: যোগ্য এবং আগ্রহী প্রার্থীদের তাদের সিভি এবং প্রাসঙ্গিক ডকুমেন্টসমূহ hr@asceticdevelopers.com-এ জমা দেওয়ার জন্য আমন্ত্রণ জানানো হচ্ছে।
আবেদনের শেষ তারিখ: ১০ ই ফেব্রয়ারী ২০২৫
Meet our expert team, consisting of seasoned professionals from Google, Oracle, and leading IT firms in Bangladesh. With 16+ years of experience in research, implementation, sales, marketing, and product development, they bring unparalleled expertise and innovation to every project.
Co-Founder,IT Expert Oracel
IT Consultant, Google
Senior Executive,HR & Admin